ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

রংপুর: রংপুরে শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ৫৫ শতাংশ পুড়ে যাওয়া শরীর নিয়ে গত ২৮ ডিসেম্বর (শনিবার) ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। গত কয়েকদিনে রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।