ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

রংপুর: রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১  ডিসেম্বর)  ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ  বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৮ ডিসেম্বর আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আগুনে তার শরীরের ৫৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা।

এনিয়ে রংপুরে আগুন পোহাতে গিয়ে পুড়ে পাঁচজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।