ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে জেএমবির ২ সক্রিয় সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
নারায়ণগঞ্জে জেএমবির ২ সক্রিয় সদস্য আটক আটক দুই জেএমবি সদস্য। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাজিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও দু’টো ল্যাপটপ উদ্ধার করা হয়।

আটকরা হলেন, আনিছুর রহমান আজাদ ওরফে সাইফ আল আজাদ ওরফে আবু ওমর (২৫) ও আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল ওরফে মানজুম আতিক (২৯)।

আলেপ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আটকরা জেএমবির সক্রিয় সদস্য ও দাওয়াতি শাখার সমন্বয়কারী। তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।