ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নীলফামারী: সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরে ইটভাটার জমানো মাটির উঁচু ঢিবিতে ট্রাক্টর দিয়ে মাটি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেদ (২৩) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার কারেন্টহাট বাজারের পশ্চিম দিকে আরএস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। শাহেদ উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর উত্তরপাড়ার নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, আরএস ইটভাটায় জমানো উঁচু মাটির ঢিবিতে  ট্রাক্টর দিয়ে মাটি তুলতে গেলে উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদু্তিক লাইনের সঙ্গে ট্রাক্টরের বগির স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক্টরের চালক নীচে পড়ে যান ও পেছনে বসে থাকা শ্রমিক শাহেদ ঘটনাস্থলেই মারা যান।  

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।