ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা বেষ্টনীতে ঢাবিতে ইংরেজি বর্ষবরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
নিরাপত্তা বেষ্টনীতে ঢাবিতে ইংরেজি বর্ষবরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস-উল্লাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বরণ করলেন ইংরেজি নববর্ষ-২০২০। 

বুধবার (০১ জানুয়ারি) রাত ১২টা এক মিনিটে ফানুস উড়িয়ে বর্ষবরণ শুরু করে তারা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই বর্ষবরণের জন্য বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসতে থাকেন শিক্ষার্থীরা।

তারা রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হয়।  

বরাবরের মতো এবারও নববর্ষকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয় বহিরাগতদের। চারদিকে ছিল পুলিশি বেষ্টনী।  

নতুন বছরে প্রত্যাশার কথা তুলে ধরে ঢাবি শিক্ষার্থী একে হানিফ বাংলানিউজকে বলেন, পুরাতন, জরাজীর্ণতা, দু:স্মৃতি ভুলে নতুন উদ্যমে সবকিছু এগিয়ে যাক নতুন বছরে এই প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসকেবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।