ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুধবার রাষ্ট্রপতির জন্মদিনে কিশোরগঞ্জে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
বুধবার রাষ্ট্রপতির জন্মদিনে কিশোরগঞ্জে নানা আয়োজন

কিশোরগঞ্জ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন বুধবার (০১ জানুয়ারি)। ১৯৪৪ সালের এদিনে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

‘ভাটির শার্দুল’ খ্যাত টানা দু’বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার বাবা হাজি মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুন।

প্রথম মেয়াদে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ শপথ নেন। ২০১৮ সালের এপ্রিলে তিনি দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি স্বাধীনতা পদক লাভ করেছেন।  

এদিকে নিজ জন্মস্থান কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে বুধবার দুপুরে রাষ্ট্রপতির নিজ নামে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

এছাড়াও কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নানা আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন পালন করা হবে।  

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন বাংলানিউজকে জানান, গতবারের মতো এবারও বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে রাষ্ট্রপতির জন্মদিন পালনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।