ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড্ডায় দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
বাড্ডায় দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় মোটরসাইকেল দুর্ঘটনায় নয়ন (২৩) নামে একজন যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন তার বন্ধু সোহেল (২৫)।

বুধবার (১ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটানা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ভোর সোয়া ৫টায় নয়নকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৃত আব্দুল খালেকের ছেলে নয়ন এবং থাকতেন পূর্ব রামপুরা মোল্লা বাড়ি এলাকায়। পেশায় ডিস এন্টিনার কাজ করতেন তিনি। আর তার বন্ধু সোহেল ডিম ব্যাবসায়ী।

নিহত নয়নের বোন রাবেয়া আক্তার জানান, তারা দুইজন মিলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সোহেলের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকের চালাছিলেন নয়ন। মধ্য বাড্ডার সামনে ইউটার্ন করার সময় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুইজন ছিটকে পড়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।