ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নববর্ষে চড়া দামে বিক্রি হচ্ছে গোলাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
নববর্ষে চড়া দামে বিক্রি হচ্ছে গোলাপ

ঢাকা: বিশ্বজুড়ে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে ইংরেজি নববর্ষ। নিজেদের মতো করে ২০২০ সালকে স্বাগত জানিয়েছে বাংলাদেশিরাও। নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান উপকরণ হচ্ছে ফুল। তবে নববর্ষ উপলক্ষে বিভিন্ন ফুলের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে গোলাপ।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর বারিধারা, বনানী, ধানমন্ডি এবং শাহবাগসহ বেশ কয়েকটি স্থান ঘুরে এ চিত্র দেখা যায়।

বাংলাদেশের উৎপাদন হলেও থাইল্যান্ডের বলে প্রতিটি গোলাপ বিক্রি করতে দেখা যায় ৮০ টাকা।

অন্যদিকে দেশি গোলাপকে চায়না বলে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। সাভারের গোলাপ প্রতিটি ২০ থেকে ৩০ টাকা।
গোলাপ, ছবি: বাংলানিউজগোলাপের দাম এত বেশি কেন জানতে চাইলে শাহবাগের ফুল বিক্রেতা নূর হোসেন বাংলানিউজকে জানান, ফুলের ব্যবসা বছরের কয়েকটি দিন হয়। ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, একুশে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস এবং নববর্ষের দিন। তাই এ সময় গোলাপের চাহিদা ও দাম দুটোই বেশি থাকে।

ফুল বিক্রয় কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বেচাবিক্রি ভালোই। তবে আশা ছিল, আরও ভালো হবে। এখনও সময় আছে, দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ বিক্রয় হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।