ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হলেন তোফাজ্জল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হলেন তোফাজ্জল হোসেন

ঢাকা: প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বুধবার (১ জানুয়ারি) এই পদোন্নতি ও নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
 
এছাড়াও গত ৩০ ডিসেম্বর বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজকে অবসরোত্তর ছুটি বাতিল করে ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


 
অপর এক আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পারভীন আকতারকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।