ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোন করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন।

প্রায় ১৫ মিনিটের মতো ফোনালাপে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।