ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

চুক্তিতে আরও ১ বছর বিমান সচিব মহিবুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
চুক্তিতে আরও ১ বছর বিমান সচিব মহিবুল

ঢাকা: চুক্তিতে আরও এক বছর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন মো. মহিবুল হক।

বুধবার (১ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
 
আগামী ৫ জানুয়ারি মহিবুল হকের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।


 
পিআরএল স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে তিনি নিয়োগ পেয়েছেন।
 
নিয়োগের পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়েই পদায়ন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।