ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অ্যাডভোকেট বাসেত মজুমদারের ৮২তম জন্মদিন উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
অ্যাডভোকেট বাসেত মজুমদারের ৮২তম জন্মদিন উদযাপন

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের ৮২তম জন্মদিন উদযাপন করেছেন সুপ্রিম কোর্টের  আইনজীবীরা। 

বুধবার (০১ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।


 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান ও বিচারপতি তাফাজ্জাল ইসলাম, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও এম ইনায়েতুর রহিম, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ।
 
আবদুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের পহেলা জানুয়ারি কুমিল্লার লাকসামের শানিচোঁ গ্রামে। বাবা আব্দুল আজিজ মজুমদার ও মা জোলেখা বিবি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।