ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
রামুতে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত 

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় শ্যামলী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও একজন। হতাহত চারজনই প্রাইভেটকারের যাত্রী।

বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে।

 

নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, পাহাড়তলীর মৃত মকবুল আহম্মদের ছেলে জামাল উদ্দিন ও আতুরার ডিপো এলাকার নুর আহম্মদের ছেলে জানে আলম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নীচ থেকে মরদেহগুলো বের করে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।