ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ 

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (০৪) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ ঘটনা বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী ওই ছাত্রীর পরিবারের সদস্যরা।
 
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

এছাড়া ওই স্কুলছাত্রীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।