ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে পুলিশের ভুয়া সদস্য আটক, পিস্তলসহ ওয়াকিটকি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
না.গঞ্জে পুলিশের ভুয়া সদস্য আটক, পিস্তলসহ ওয়াকিটকি জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ভূঁইগড় থেকে পুলিশের পোশাক পড়ে ছিনতাই করার সময় শাহীন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা - নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি খেলনা পিস্তল ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশের পোশাক পড়ে একটি প্রাইভেট কার থামিয়ে ছিনতাই করার সময় এলাকাবাসী উত্তমমধ্যম দিতে থাকে।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহীন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আটক শাহীনের সঙ্গে থাকা পোশাকদারী তিন ভুয়া পুলিশ পালিয়ে গেছেন। আটক ব্যক্তি ও তার সঙ্গে থাকা পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।