ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করার মাধ্যমে ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন রাষ্ট্র ছিনিয়ে এনেছেন।

শনিবার (৪ জানুয়ারি) মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মধ্যে চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা অর্জিত হয়েছে।

মুক্তিযোদ্ধারা কখনও তাদের স্বার্থের কথা বিবেচনা করেননি। তারা আমাদের অহংকার। মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করার মতো না। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মনোহরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন এমএস ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার রুবীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।