ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বেদে সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
সাভারে বেদে সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সাভার (ঢাকা): সাভারে দুস্থ ও অসহায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান ‘উত্তরণ ফাউন্ডেশন’।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলের দিকে সাভার পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডে দুই শতাধিক বেদের হাতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

‘উত্তরণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের সহায়তায় বস্ত্রগুলো তুলে দেন সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ।

বিতরণকালে পরিদর্শক এএফএম সায়েদ বলেন, অবহেলিত, হিজড়া ও বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ‘উত্তোরণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠান। পরবর্তীতে অবহেলিত ও হিজড়াদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এসময় ওই ফাউন্ডেশনের কর্মকর্তা রমজানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।