ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক পান্নুর ওপর হামলায় জড়িতদের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
সাংবাদিক পান্নুর ওপর হামলায় জড়িতদের বিচার দাবি

বাগেরহাট: পেশাগত দায়িত্বপালনের সময় খুলনায় একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জেলার মোংলা পৌর শহরের চৌধুরী মোড়ে মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।

আরও পড়ুন> খুলনায় ৭১ টিভির সাংবাদিকের ওপর হামলা, সড়ক অবরোধ

মানববন্ধনে বক্তব্য রাখেন- মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু , সাংবাদিক নুর আলম শেখ, আবু হোসাইন সুমন, শেখ মাসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনের সময় পান্নুসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। সরকারের কাছে হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাচ্ছি।

গত ৫ জানুয়ারি সকালে খুলনা ওয়াসার ঝুঁকিপূর্ণ পাইপ লাইনের সংবাদ সংগ্রহ করতে গেলে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ঐক্যবদ্ধ হয়ে পান্নুর ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুর করে। এসময় তার ক্যামেরাম্যানসহ আরও দুই সাংবাদিক আহত হন।

এ ঘটনায় সেদিন বিকেলেই পান্নু বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।