ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় বরিশালে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় বরিশালে বিক্ষোভ-সমাবেশ বিক্ষোভ মিছিলে সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। ছবি: বাংলানিউজ

বরিশাল: রাজধানী কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।



সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সদস্য নিলীমা জাহানের সঞ্চালনায় সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, অ্যাডভোকেট সাহিদা তালুকদার।

এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদের সংগঠক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেত্রী সেতারা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রফ্রন্টের অমৃত লাল কলেজের নেত্রী অন্তরা, বরিশাল সিটি কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুজন, শিশু কিশোর মেলার মানসুর আক্তার লামিয়া ও মিম আক্তার।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ জানুয়ারি ঢাবির এক ছাত্রী রাজধানীর কুর্মিটোলা সড়ক দিয়ে ফেরার পথে তাকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশের আগে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদর রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।