ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবের আলেমা আকতার (৬) ও সেলিনা আকতার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলেমা আকতার ওই গ্রামের আলম মিয়ার মেয়ে ও সেলিনা আকতার একই উপজেলার গিদারি ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামের সাইফুল হকের মেয়ে।

তারা সম্পর্কে খালা-ভাগ্নি।

ঘাগোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুর জামান রিংক বাংলানিউজকে জানান, সেলিনা আকতার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে সেলিনা ও আলেমা বাড়ির পেছনে পুকুর পাড়ে বল খেলছিল।

এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও শিশু দুটি কোথায়ও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে তারা শিশু দু’টির মৃতদেহ ও বলটি পুকুরে ভাসতে দেখে।

তিনি আরও জানান, পরিবারের লোকজন ধারণা করছেন খেলার একপর্যায়ে বলটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন ওই দুই শিশু বলটি নিয়ে আসার জন্য পুকুরের পানিতে নামলে তারা তলিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।