ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‘আমরা নারী আমরাও মানুষ, মর্যাদা নিয়ে বাচঁতে চাই’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০

ইবি: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের ছাত্রীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালারে পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে ছাত্রীরা ক্যাম্পাসে মৌন মিছিল করে।

মানবন্ধনে ‘আমরা নারী আমরাও মানুষ, মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই’, ধর্ষকের ফাঁসি চাই, নারী নির্যাতন-নারী ধর্ষণ বন্ধ হোকসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ছাত্রীরা।

মানববন্ধনে ছাত্রীরা বলেন, একটি শিক্ষিত মেয়ে একটি শিক্ষিত জাতি দিতে পারে, আর একজন ধর্ষিতা মেয়ে ধর্ষিতা জাতিই দিতে পারবে। স্বাধীনতার জন্য যুদ্ধ করার কারণ ছিল নিপীড়ন, নির্যাতন, বৈষম্য থেকে বাংলার মানুষের মুক্তি প্রাপ্তি। অথচ আমাদের দেশের নারীরা তারই শিকার হচ্ছে।

এসময় তারা আরো বলেন, আমরা চাই দেশে এ ধর্ষণের ঘটনাই শেষ ঘটনা হোক। কাজেই জনসম্মুখে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হোক যেন আর কোনো নরপিচাশ এ রকম জঘন্য কাজ করার সাহস না করে।

এদিকে খালেদা জিয়া হলের ছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী ইবি শাখার নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘন্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।