ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
সোনারগাঁয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাধুর চর চকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নয়ন মিয়া নামে এক ভেকুচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুর রহমান খানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দন্ডপ্রাপ্ত নয়ন আড়াইহাজার উপজেলার নেয়াদ্দা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।

ইউএনও রকিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর চকে ওই ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন ইজারা ছাড়াই কৃষকের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছেন। এ নিয়ে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নয়ন নামে এক ভেকুচালককে আটক করা হয়। পরে বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।