ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

মাদারীপুর: ঘনকুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্যরাতের দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটে দিকনির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানিয়েছে, ভোর থেকে ঘন কুয়াশা বিরাজ করায় সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।  

বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।