ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে গরু পাচারকালে আটক ২ যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
রৌমারী সীমান্তে গরু পাচারকালে আটক ২ যুবক রৌমারীতে আটক দুই গরু চোরাকারবারি। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারত থেকে চোরাইপথে গরু পাচারকালে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন, আব্দুল হাই সবুজ (৩২) ও মোকছেদুল হাসান (২৩)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রৌমারী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে বিজিবি।

এর আগে ভোররাতে রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।  

পুলিশ ও বিজিবি সুত্র জানায়, মঙ্গলবার ভোররাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের সীমানা পিলার ১০৫৫/১-এস’র পাশ দিয়ে বাংলাদেশি ক’জন গরু চোরাকারবারি বাঁশে বেঁধে গরু পাচার করছিল।  

এসময় বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙা বিওপির সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাংলাদেশের একশ গজ ভেতরে খেতারচর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু পাচার করার সময় আব্দুল হাই সবুজ ও মোখছেদুল হাসান নামে দুই বাংলাদেশিকে আটক করে। এসময় ১টি ভারতীয় গরু, ১টি হাসুয়া এবং ২টি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক যুবকেরা কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ বাংলানিউজকে বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য রৌমারী থানায় মামলা করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।