ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় জুয়া খেলার সময় আটক ৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
আশুলিয়ায় জুয়া খেলার সময় আটক ৫

আশুলিয়া (সাভার): জুয়া খেলার সময় সাভারের আশুলিয়া থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

বুধবার (২১ জানুযারি) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ি নামা বাজার এলাকার নাছিরের দোকান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকদের মধ্যে তিন জনের নাম জানা গেছে।

এরা হলেন- হাসান, নিসাত ও ছানাউল্লাহ।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল জানান, জুয়া খেলার খবর পেয়ে আশুলিয়ার পলাশবাড়ি নামা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতেনাতে ৫ জুয়াড়িকে আটক করা হয়। একই সঙ্গে জুয়া খেলার সরঞ্জামাদি চায়না গেমস বোর্ড নামে একটি ইলেকট্রিক যন্ত্র জব্দ করা হয়।

তিনি বলেন, আটক ৫ জুয়াড়ির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের বিস্তারিত পরিচয় জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।