ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিকরগাছায় ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ঝিকরগাছায় ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে ইলিয়াস হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আব্দুল (৪২) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আবুহেনা মিলন বাংলানিউজকে বলেন, বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাতে চন্দ্রপুর গ্রাম থেকে একটি গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে দুই চোর গণপিটুনির শিকার হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ইলিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

চুরি করা একটি গরু উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এরআগে, চলতি মাসের প্রথমে যশোরের অভয়নগরে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে দুই চোর নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।