ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়, তাপমাত্রা ৭.২ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়, তাপমাত্রা ৭.২ ডিগ্রি

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো শীতের কবলে পড়েছে জনজীবন। গত চারদিন এ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, একই সঙ্গে ঘনকুয়াশার চাদরে ঢাকা থাকে গোটা জেলা। সেই সঙ্গে দিন-রাতে বইছে উত্তর থেকে হিমেল বাতাস। এর ফলে আবারও পুরোদমে বেড়ে গেছে শীতের তীব্রতা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে সকাল থেকেই দেখা মিলেনি সূর্যের মুখ।

গত বুধবার (২২ জানুয়ারি) দিনের বেলায় অল্প সময়ের জন্য সূর্য়ের দেখা মিললেও ছিলনা তার উত্তাপ। মেঘে ঢাকা আকাশে লুকোচুরি খেলায় থাকে সূর্যেও মুখ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত কমেনি কুয়াশার পরিমাণ। কুয়াশায় ঢেকে পড়েছে পঞ্চগড়সহ জেলার আশপাশের এলাকাগুলো। ঠাণ্ডা বাতাসের সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ১ পয়েন্ট কমে সকাল ৯টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।