ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
শার্শা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

বেনাপোল(যশোর): ভারত থেকে গরু আনার সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে হানেফ আলী ওরফে খোকা (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত গরু ব্যবসায়ী শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

শাহাজান আলী জানায়, হানেফকে বুধবার (২২ জানুয়ারি)  রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে খবর নিয়ে জানতে পারেন ভারতে গরু আনতে যাওয়ার পথে বিএসএফ তাকে ধরে ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন চালায়। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোকা। বর্তমানে তার মরদেহ ভারতের গাইঘাটা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহত হওয়ার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

এদিকে ২১ ব্যাটালিয়ন বিজিবির সুবেদারর মোফাজ্জেল হোসেন বলেন, বিষয়টি তারা শুনে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত কথা বলে কিছু নিশ্চিত হতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।