ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং সেটেলমেন্ট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, হাউজিং সেটেলমেন্ট ও গণপূর্তের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন হাউজিং সেটেলমেন্টের উপ-পরিচালক তাজিনউর রহমান ও জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান।

টাঙ্গাইল হাউজিং এস্টেটের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ আকন্দ বাংলানিউজকে বলেন, হাউজিং সেটেলম্যান্টসহ আশপাশের এলাকার সৌন্দর্য রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান বাংলানিউজকে বলেন, হাউজিং সেটেলমেন্ট, গণপূর্ত ও লৌহজং নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এসময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, হাউজিং এস্টেটের সভাপতি শাহীন আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।