ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গুণীজন সম্মাননার অর্থ বসুন্ধরা চক্ষু হাসপাতালে দান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
গুণীজন সম্মাননার অর্থ বসুন্ধরা চক্ষু হাসপাতালে দান চেক গ্রহণ করছেন ডা. মোটুসী ইসলাম।

ঢাকা: কালের কণ্ঠের গুণীজন সম্মাননার সাম্মানির অর্থ বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে দান করেছেন অধ্যাপক ডা. মো. সালেহ আহমদ।

চলতি বছরের ১০ জানুয়ারি কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রফেসর ডা. সালেহ আহমদকে গুণীজন সম্মাননা-২০২০ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাপ্তাহিক সভায় বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েট প্রফেসর ও জয়েন্ট ডিরেক্টর ডা. মোটুসী ইসলামের হাতে সম্মানার এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ চক্ষুরোগ বিশেষজ্ঞ। তিনি ২০১০ সালে সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় উদ্যোগীর ভূমিকা গ্রহণ করেন। তিনি ২০১৪ সাল থেকে ওই হাসপাতালে অবৈতনিক পরিচালক হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।