ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে অগ্নিকাণ্ড, আটকা পড়ে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ঘরে অগ্নিকাণ্ড, আটকা পড়ে ভাই-বোনের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৬ ও ১১ বছর বয়সী দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোররাতের দিকে বাটনাতলীর লিপিয়াড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই শিশু হলো গ্রামের মেমং মারমার মেয়ে ওমরা মারমা (৬) ও ছেলে মংসানু মারমা(১১)।

 

সূত্র জানায়, বুধবার (২২ জানুয়ারি) নিজেদের বাড়ির পাশে নানি বাড়িতে বেড়াতে যায় ওমরা ও মংসানু। ভোররাতের দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে অন্যরা ঘর থেকে বেরোতে পারলেও ওই দুই শিশু আটকা পড়ে এবং এক পর্যায়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।  

মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শনে যান।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০২০
এডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।