ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে ইয়াবাসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
দোহারে ইয়াবাসহ আটক ১

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ জহর আলী (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।  আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগড় ইউনিয়নের ছদ্দি গ্রামের বাসিন্দা।

তিনি  

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, স্পিডবোটযোগে আলী নামে এক ব্যক্তি মাদক নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে দুপুরের দিকে মৈনটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।