ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

ফেনী: ফেনীর বিসিক ও পরশুরাম এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিসিকের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্দুয়ায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় ফেনী প্রাইভেট হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে।

এসময় ২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।  

আহতরা হলেন- মাইজদী সোনাপুরের বাসিন্দা মো. কামালের ছেলে আরিফ (১৪) ও চৌদ্দগ্রামের নারায়নজুরির দেলু মিয়ার মেয়ে রোকেয়া বেগম (৬৪)। রোকেয়া বেগমকে পরবর্তী সময়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্দুয়া স্কুলের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৪ জন আহত হয়।  

আহতরা হলেন- পরশুরামের অনন্তপুর এলাকার বাসিন্দা সোলেমানের ছেলে বাবু (২৮) ও তার স্ত্রী সালমা (১৮), খন্ডল হাইয়ের চাড়িগ্রামের আবু বক্করের ছেলে সফিক বাবু ও জঙ্গল ঘোনার বিলকিস (৩৫)। এর মধ্যে বাবু ও তার স্ত্রী সালমাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেদোয়ান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালেই চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০  
এসএইচডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।