ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানি আইনের খসড়ার নীতিগত অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
কোম্পানি আইনের খসড়ার নীতিগত অনুমোদন

ঢাকা: কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সিল বাধ্যতামূলক বিধান বাতিল করে কোম্পানি (সংশোধন) আইন ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ইজ অব ডুইং বিজনেস ইনডেক্স-এর ক্ষেত্রে বাংলাদেশের সূচক বাড়বে বলে জনান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের একটি নিয়ম আছে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হলে সঙ্গে কোম্পানির সিল বা মনোগ্রাম রেজিস্ট্রেশন করতে হয়। এটা বাদ দিলে পৃথিবীর বেশিরভাগ দেশেই সিল ব্যবহার করবে তবে রেজিস্ট্রেশন থেকে প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন সিল ছাড়াও করতে পারবে।  

‘রেজিস্ট্রেশন থেকে যদি বাদ দিতে পারি তাহলে আমাদের ইজ অব ডুইং বিজনেস ইনডেক্স-এর ক্ষেত্রে বাংলাদেশের সূচক ৬/৭ নম্বর বাড়বে। ফলে আমাদের র‌্যাঙ্কিং বেড়ে যাবে। এজন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ৩১ মার্চের মধ্যে যদি সংশোধন করি তাহলে আমাদের ইজ অব ডুইং বিজনেস ৭/৮ পয়েন্ট পেয়ে যাবো। এজন্য আজ শুধু একটি বিধান সংশোধন করা হলো। ’

তিনি বলেন, যে কোনো রেজিস্ট্রেশনের জন্য কোনো সিলের প্রয়োজনীয়তা নেই। তবে কোনো নিজস্ব কার্যক্রম পরিচালনায় কোম্পানির সিল ব্যবহার করে। এজন্য সাধারণ সিল অফিসিয়াল সিল ব্যবহার বিলোপ করার জন্য কোম্পানি আইনের ১৯৯৪ এর ধারা ২ এর (ঠ)২৪ এর (২), ৩১, ৪৬ এর (১),১২৮,১৩১ এর (১,২,৪,৫),২২৫,২৬২ (ঘ) এবং ৩৬৩ সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করা হলে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।