ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাসায়নিক পরীক্ষায় ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
রাসায়নিক পরীক্ষায় ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার

ঢাকা: ‘ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, বাংলাদেশ আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করার জন্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। যদিও ২০১২ সালের ১০ জুন এই ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। এটিকে একটি লেজিসলেটিভ বডি হিসেবে নিয়ে আসার জন্য এই আইন করা হচ্ছে। রাসায়নিক পরিমাপ বিজ্ঞান উন্নয়নের জন্য দেশের একমাত্র রেফারেন্স ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ইনস্টিটিউটকে সংবিধিবদ্ধ সংস্থা করা হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সম্প্রতি দুধে রাসায়নিকের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে মাদ্রাজ থেকে দুধ পরীক্ষা করিয়ে আনা হয়। এই ইনস্টিটিউট হলে আইএসও স্ট্যান্ডার্ডে রাসায়নিক পরীক্ষা করে সনদ দেওয়া সম্ভব হবে। ২০১২ সাল থেকে ইনস্টিটিউটটি বিসিএসআর’র অধীনে থাকলেও নতুন আইন পাস হলে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ ইনস্টিটিউট করা হবে বলে জানান তিনি। আর এই ইনস্টিটিউটের প্রধানের পদ হবে মহাপরিচালক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিএসটিআই’র সঙ্গে এই ইনস্টিটিউট সাংঘর্ষিক হবে না। বিএসটিআইও এটাকে অনুমোদন দিয়েছে। কারণ তারা গুডস পরীক্ষা করে। এখানে রাসায়নিক পরীক্ষা করা হবে এবং আইএসও মানের হবে। যেসব দেশে এই সুবিধা নেই তারাও রাসায়নিক পরীক্ষায় আমাদের এখানে পাঠাতে পারবে। এখন আমরা অনেক কিছু পরীক্ষা করাতে বিভিন্ন দেশে পাঠাই।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।