ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ঈগল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
শিবগঞ্জে ঈগল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জের কানসাট বাজার এলাকা থেকে আহত অবস্থায় একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর পাখিটিকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছে।  

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিত চন্দ্র সিংহ বাংলানিউজকে জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে 
আমরা শিবগঞ্জের কানসাট বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করি।

পাখিটির একটি ডানা ভেঙে অনেক রক্তক্ষরণ হয়েছে। উদ্ধারের পর পাখিটিকে প্রাণিসম্পদ হাসপাতালে এনে চিকিৎসা করা হয়েছে। এখন কিছুটা সুস্থ আছে। এ বিষয়ে আমাদের জেলা পর্যায়ের  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাখিটি আরও একটু সুস্থ হলে বনবিভাগে হস্তান্তর করা হবে।  

তিনি আরও জানান, এধরনের শিকারী পাখি আমাদের দেশে নেই। পাখিটি রাস্তা ভুলে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমআরএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।