ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গাড়িচাপায় শিশুর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
সিলেটে গাড়িচাপায় শিশুর মৃত্যু 

সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিয়ে বাড়িতে বরের গাড়িচাপায় জান্নাত (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। জান্নাত কোনাগ্রামের আলতাফ আহমদের মেয়ে।

বিয়ানিবাজার থানার থানার ভারপ্রাপ্ত (ওসি) অবনী শঙ্কর কর বাংলানিউজকে জানান, দুপুরে বাড়িতে ওয়ালিমা ছিল শিশুটির চাচা ফাহিম আহমদের। ওয়ালিমার অনুষ্ঠানে যোগ দেবার সময় অসাবধানতাবসত বরবাহী প্রাইভেটকারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠান। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাটি পারিবারিক, যে কারণে মামলা না দিয়ে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাবেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।