ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুনঃনির্মাণের পর আবারও ভেঙে গেল কালভার্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
পুনঃনির্মাণের পর আবারও ভেঙে গেল কালভার্ট

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার শিয়ালা গ্রামের একটি রাস্তার কালভার্ট পুনঃনির্মাণ করা হলেও তা আবার ভেঙে গেছে।

উপজেলার একডালা ইউনিয়নের শিয়ালা-চাঁপাপুর পাকা রাস্তার মোড়ের কালভার্টটি নির্মাণের পর গত বছরের বর্ষা মৌসুমে মাঝে ভেঙে যায়। এতে ওই রাস্তা দিয়ে এলাকার কয়েক গ্রামের মানুষ যাতায়াত ও মালামাল পরিবহনে চরম দুর্ভোগে পড়ে।

এরপর ইউনিয়ন পরিষদের আওতায় এডিবি ফান্ড থেকে ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়ে কালভার্টটি পুনঃনির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই কালভার্টটি আবারও ভেঙে যায়।  

স্থানীয়রা বাংলানিউজকে জানান, কালভার্ট নির্মাণের কাজে অনিয়মের কারণে তা বারবার ভেঙে যাচ্ছে। এতে এলাকার কয়েক গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সঠিক উপায়ে কালভার্টটি দ্রুত সময়ের মধ্যে পুনরায় নির্মাণের দাবি তোলেন তারা।  

উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, ওই রাস্তা দিয়ে ধান, চালসহ পাথর বোঝাই ভারি যানবাহন চলাচল করে। আর এ কারণেই কালভার্টটি ভেঙে  গেছে। আগামী সপ্তাহ নাগাদ কালভার্টটি সংস্কার করা হবে।  
কালভার্ট পুনঃনির্মাণে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।