ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আনসার সদস্য নিহত, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
রায়গঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আনসার সদস্য নিহত, আহত ১৫

সিরাজগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুল মতিন (৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মতিন ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে।

তিনি বগুড়ায় আনসার ও ভিডিপির সদস্য হিসেবে কর্মরত ছিলেন।  

স্থানীয়রা জানান, ১০ শতক জমি নিয়ে নিশ্চিন্তপুর গ্রামের সাবান আলী ও শহীদুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে। এ দ্বন্দ্বের জের ধরে সকালে আলীর পক্ষের লোকজন শহীদুলের লোকজনের ওপর হামলা চালায়। এতে শহীদুল ও তার ছেলে মতিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে শহীদুলের লোকজন পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্য সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মতিনের মৃত্যু হয়।         
                            
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে পঞ্চানন্দ সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।    
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।