ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

বরিশাল: বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এরপর অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব।

 

দুই দিনব্যাপী তথ্যমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।