ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরের কা‌শিমপুর কারাগারে এক আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
গাজীপুরের কা‌শিমপুর কারাগারে এক আসামির মৃত্যু কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর: গাজীপুরের কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়া‌রি) সকালে এ ঘটনা ঘটে।  

নিহত আল মামুন (২৫) কুমিল্লা সদর থানার মাতাইনপুর এলাকার মোস্তফা আহাম্মেদের ছেলে ।

কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে আল মামুন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ‌চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা ছিল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৪, ২০২০
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।