ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা সিটি নির্বাচনের বৈধতা নিয়ে সংসদে প্রশ্ন বিএনপির 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ঢাকা সিটি নির্বাচনের বৈধতা নিয়ে সংসদে প্রশ্ন বিএনপির 

জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মাত্র ২৪ শতাংশ ও ২৭ শতাংশ ভোট পড়ায় নির্বাচনের বৈধতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির সদস্য হারুনুর রশিদ। এর জন্য তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগেরও আহ্বান জানান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রশ্ন তোলেন তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

হারুনুর রশিদ বলেন, সংবিধানে রয়েছে প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালিত হবে। কিন্তু গত ১ ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হয়ে গেলো। এই নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া ফলাফল অনুযায়ী একটিতে ২৪ শতাংশ আরেকটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে। দেশে যতগুলো নির্বাচন পরিচালানা বডি রয়েছে সেখানে এক তৃতীয়াংশ মানুষ উপস্থিত না হলে সেটা কার্যকর হয় না। এই যে নির্বাচনে এক তৃতীয়াংশ মানুষ উপস্থিত হলো না, এই নির্বাচনের কি কোনো বৈধতা, গ্রহণযোগ্যতা আছে।  

‘এখানে সিংহভাগ মানুষ ভোট দিল না। পত্রিকা এসেছে ইভিএমের ফলাফল বদলে দেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশনের আমল ছাড়া অতীতে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচনে ৫০ শতাংশের কম ভোট পড়েনি। এই নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ। অযোগ্যতা, ব্যর্থতা নিয়ে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করা উচিত।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।