ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফের প্রচারসংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ফের প্রচারসংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৩শ প্রচারসংখ্যা নিয়ে এবারও প্রচারসংখ্যা শীর্ষে রয়েছে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। গত পাঁচবছর ধরে ধারাবাহিকভাবে এই শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে পত্রিকাটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এথা জানান। এসময় ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে দেশে প্রচলিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি। এরমধ্যে ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা ৪০টি।  

পরে সর্বাধিক প্রকাশিত ক্রমানুসারে পত্রিকাগুলোর প্রচারের হিসাব তুলে ধরেন।

তথ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, বাংলা দৈনিক পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ এক হাজার ৮শ প্রচার সংখ্যা নিয়ে প্রচার সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে দৈনিক প্রথম আলো। এছাড়া একই প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, দৈনিক আমাদের সময় ও দৈনিক জনকণ্ঠ। এসব পত্রিকার প্রচার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২শ।  

এরপর রয়েছে দৈনিক সমকালের অবস্থান, প্রচার সংখ্যা দুই লাখ ৭১ হাজার। দৈনিক সংবাদের প্রচার সংখ্যা ২ লাখ এক হাজার একশ। এছাড়া দৈনিক ভোরের কাগজ ও আমাদের নতুন সময়ের প্রচার সংখ্যা একই অর্থাৎ এক লাখ ৬১ হাজার ১৬০টি। এরপরই রয়েছে মানব কণ্ঠের নাম, তাদের প্রচার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৫০টি।

তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা ৪০টি। এর মধ্যে ৪৪ হাজার ৮১৪টি প্রচার সংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে দ্য ডেইলি স্টার। ৪১ হাজার প্রচার সংখ্যা নিয়ে একই অবস্থানে আছে দ্য ডেইলি সান ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। ৪০ হাজার ৬শ প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে আছে ঢাকা ট্রিবিউন। এরপর একই প্রচার সংখ্যা রয়েছে দ্য ইনডিপেনডেন্ট, দ্য ডেইলি অবজারভার ও ডেইলি বাংলাদেশ পোস্ট পত্রিকার। প্রচার সংখ্যা ৪০ হাজার ৫৫০টি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।