ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক রাসিক মেয়র দুরুল হুদার মৃত্যুতে শাহরিয়ারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
সাবেক রাসিক মেয়র দুরুল হুদার মৃত্যুতে শাহরিয়ারের শোক

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মুক্তিযোদ্ধা দুরুল হুদার মৃত্যুতে শভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা দুরুল হুদা রাজনৈতিক ও সামাজিকভাবে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তিনি মহান মুক্তিযুদ্ধ করেন। জীবদ্দশায় তিনি রাজশাহী মহানগরের মেয়র, সংসদ সদস্য, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।  

তার মৃত্যুতে সামাজিকভাবে যে ক্ষতি সাধিত হয়েছে তা অপূরণীয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।