ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চলতি বছর জুনে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
চলতি বছর জুনে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু

জাতীয় সংসদ ভবন থেকে: চলতি বছর জুনে ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রেলমন্ত্রী একথা জানান।  

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

রেলের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে নুরুল ইসলাম সুজন জানান, দেশের বিভিন্ন প্রান্তে রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি আমাদের বন্ধুরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে ভুরুঙ্গামারী পর্যন্ত ৭ কিলোমিটার রেললাইন করা হবে। আগামী জুনের মধ্যে ঢাকা-শিলিগুড়ি (ভারত) পর্যন্ত ট্রেনে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। সড়কপথের ওপর নির্ভরশীলতা কমিয়ে রেলপথের ওপর গুরুত্ব বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ঢাকার চারদিকে সার্কুলার রেল নির্মাণের পরিকল্পনার করছি। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল, খুলনা-মোংলা পর্যন্ত ট্রেন লাইনের উন্নয়নে কাজ চলছে।

তিনি আরও বলেন, ঢাকা-কলকাতায় চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস যেখানে সপ্তাহে ৪ দিন চলতো সেটি আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে ৫ দিন চলবে এবং খুলনা-কলকাতা যেটি একদিন চলতো সেটি ১৬ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে দু’দিন চলবে।  

‘আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সেই দেশ থেকে আমরা ৪০টি ব্রডগেজ ইঞ্জিন কিনবো। আগামী বছরের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে ইঞ্জিনগুলো রেলমন্ত্রণালয়ে সংগ্রহ করবে। এছাড়া এই জুনের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে মিটারগেজের ইঞ্জিন ১০টি এবং আগামী বছরের মধ্যে আরও ২০টি ইঞ্জিন সংগ্রহ করা হবে। ’

রেলমন্ত্রী বলেন, সব রেলব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। আমাদের ট্রেনের গড় গতি যেখানে ঘণ্টায় ৬০ কিলোমিটার সেই গতি ১০০ থেকে ১৩০ কিলোমিটার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন প্রকল্পগুলোতে এসব বিষয় যুক্ত থাকবে। পদ্মাসেতুর উপর দিয়ে যে ট্রেন চলবে ঢাকা-যশোর সেখানে ইলেকেট্রিক ট্রেন প্রকল্প নিয়েছি। নারায়ণগঞ্জ-জয়দেবপুর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন এবং চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত ইলেকট্রিক করবো।  

‘সড়কের উপর নির্ভরশীলতা কমিয়ে ট্রেনে ৩০-৩৫ শতাংশ সক্ষমতা করার পরিকল্পনা রয়েছে। বিগত সময় বিএনপি-জামায়াত রেলকে ধ্বংস করেছে। রেল মন্ত্রণালয় ১৯৭৩-৭৪ সালের জনবল ছিল প্রায় ৭০ হাজারের মতো। সেই জনবল কমে এখন ২৭ হাজারে পৌঁছেছে। বিএনপি ক্ষমতায় এসে এক দিনে ১০ হাজার কর্মী ছাঁটাই করে। ’

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।