ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে সেই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
চরভদ্রাসনে সেই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র জালিয়াতির দায়ে প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষক মো. সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কেএম ওবায়দুল বারী দিপু খান বাংলানিউজকে জানান, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিতে না পারা সাত শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এক চিঠিতে প্রধান শিক্ষককে এবং মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আইসিটি শিক্ষককে বহিষ্কার আদেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের ওই দুই শিক্ষকের জালিয়াতির কারণে আট শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া রেজিস্ট্রেশনের টাকা নির্ধারিত সময়ে ব্যাংকে জমা না দেওয়ায় বোর্ড থেকে ওই বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু হয়নি। বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে বিদ্যালয়সহ উপজেলা প্রশাসন। পরে বোর্ডে যোগাযোগ করে ৩৬ জন প্রবেশপত্র পেলেও বাকি আট জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না।

** শিক্ষকদের গাফিলতিতে প্রবেশপত্র পায়নি ৪৪ শিক্ষার্থী
** ফরিদপুরে পরীক্ষায় অংশ নিতে পারছে না ৮ শিক্ষার্থী 

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।