ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করলেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
কুয়াকাটায় সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করলেন রাষ্ট্রপতি পটুয়াখালির সূর্যাস্ত: ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূম থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে অবস্থান করে মনোমুগ্ধকর সূর্যডডোবার দৃশ্য দেখেন তিনি।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিনী রাশিদা খানম, ছেলে রাসেল আহমেদ তুহীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ছবি: বাংলানিউজরাতে তিনি পর্যটন ইয়ুথ-ইন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।  

রাষ্ট্রপতি কুয়াকাটায় রাত্রিযাপন করবেন। এ উপলক্ষে কুয়াকাটাজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় হেলিকপ্টারে করে কুয়াকাটা পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল হাসান।

ছবি: বাংলানিউজ

এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

হেলিপ্যাডে অবতরণ করার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ ইন মোটেলে চলে যান।  

 

সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ শেষে বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে গিয়ে মনোরম দৃশ্য অবলোকন করে কিছু সময় অতিবাহিত করেন। দেখেন মনলোভা সূর্যাস্তের দৃশ্য। এসময় তিনি কুয়াকাটার সৌন্দর্য দেখে মুগ্ধ হন।  

বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা থেকে হেলিকপ্টারে করে পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে অবতরণের পর মটরকেডে করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (পবিপ্রবি) উদ্দেশে রওনা হবেন।

সেখানে বিশ্রাম শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ২য় সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের উদ্দেশে সভাপতির বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।