ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বাকৃবিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দাবা, তাস, ক্যারাম, টেবিল টেনিস, লং টেনিস ও ব্যাডমিন্টন খেলায় বিজয়ী শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে মোট ৯৬ টি পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা , ফেব্রুয়ারি ০৫, ২০২০
কেএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।