ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে দিনমজুরের মরদেহ উদ্ধার, অভিযোগ হত্যার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
তাড়াশে দিনমজুরের মরদেহ উদ্ধার, অভিযোগ হত্যার ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে আনিসুর রহমান নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শ্বাশুড়ি মিলে তাকে হত্যা করেছে।   

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকোয়াদিঘী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার বিরানগড় গ্রামের মহরম আলীর ছেলে।

স্থানীয়রা বলেন, আনিসুর প্রতিবেশী এরশাদ আলীর বাড়িতে দিনমজুরি করতেন। কাজে না আসায় এরশাদ আলীর স্ত্রী আনু বেগম আনিসুরকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে তার মরদেহ দেখতে পান। এ সময় ঘরের দরজায় তার স্ত্রী ও শ্বাশুড়ি বসে ছিলেন।  

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মুখে বিষের গন্ধ ও আলামত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট সেবনে তার মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এদিকে নিহতের ভাই মুনজিল আলী বলেন, প্রায় ১২ বছর আগে সাকোয়াদিঘী গ্রামের আবু বক্করের মেয়ে আছিয়া বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন তার ভাই আনিসুর। স্ত্রীর নামে জমি লিখে দেওয়ার বিষয় নিয়ে আনিসুরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জের ধরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময় : ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
কেএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।