ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজী ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
চাঁদাবাজী ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় মো. নাজমুল আহসান মুন্সি ও তার বাহিনীর চাঁদাবাজী ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে পুটিয়াখালী বাজারে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের শতাধিক সদস্য।

ভুক্তভোগীরা জানায়, পুটিয়াখালী বাজার সংলগ্ন নদীর চরে প্রায় অর্ধশত দরিদ্র পরিবার মালেক মুন্সির কাছ থেকে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।

 সে জমি সরকারের কাছ থেকে ভূমিহীন হিসেবে বন্দোবস্ত নিয়েছিলেন মালেক মুন্সি।

কিন্তু সম্প্রতি মালেক মুন্সির ছেলে নাজমুল মুন্সি অসহায় পরিবারগুলোকে অন্যায়ভাবে উচ্ছেদ করতে চাইছে। এতে রাজি না হওয়ায় মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়াসহ অসহায় পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করছে।  

স্থানীয় ইউপি সদস্য গোলাম ফারুক বাংলানিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে দরিদ্র পরিবারগুলোকে তাদের বসতঘর থেকে বিতাড়িত করতে হয়রানি করা হচ্ছে। তাই আজ সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে। এর একটা সমাধান হওয়া প্রয়োজন। ’

এ বিষয়ে জানতে চাইলে নাজমুল মুন্সি বাংলানিউজকে বলেন, ‘আমার বাবা কাউকে জমি দেয়নি। আমি কাউকে হয়রানি করছি না। এ বিষয়ে আমি আদালতে উচ্ছেদ মামলা করেছি। ’

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএস/কেএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।